ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজির কোচ হলেন এনরিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
পিএসজির কোচ হলেন এনরিকে

গতকালই কোচ ক্রিস্তফ গালতিয়েরকে বরখাস্ত করে পিএসজি। কিছুক্ষণ পরই নতুন কোচ নিয়োগের খবরও জানায় তারা।

সাবেক স্প্যানিশ কোচ লুইস এনরিকে হলেন ফরাসি চ্যাম্পিয়নদের কোচ। এক বিবৃতিতে গতকাল বিষয়টি নিশ্চিত করে তারা।

দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এনরিকে। সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তিতে পৌঁছায় পিএসজি। তা আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেবল গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের অপেক্ষায় ছিল তারা।

২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান এনরিকে। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ। ফুটবল ক্লাব বার্সেলোনায় দারুণ সময় কাটিয়েছিলেন তিনি। দলটির হয়ে জিতেছিলেন ‘ট্রেবল’। তার হাত ধরে পরে আরও একবার লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জেতে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।