ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সা নয়, রিয়ালকে বেছে নিলেন ‘তুরস্কের মেসি’  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
বার্সা নয়, রিয়ালকে বেছে নিলেন ‘তুরস্কের মেসি’  

বয়স কেবলই ১৮ পেরিয়েছে। এই বয়সেই তাকে তুলনা করা হচ্ছে লিওনেল মেসি।

অসাধারণ ড্রিবলিং ও লো সেন্টার অফ গ্র্যাভিটি স্কিলের কারণে ‘তুরস্কের মেসি’ হিসেবেই পরিচিত তিনি। তার প্রতিভা নজরে পড়েছে মেসির প্রিয় ক্লাব বার্সেলোনারও। কিন্তু বার্সাকে নয়, বরং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেই বেছে নিলেন আর্দা গুলের।

গত সপ্তাহে করা এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, গুলেরের সঙ্গে আলোচনা করতে স্পোর্টিং ডিরেক্টর দেকোকে ইস্তাম্বুল পাঠায় বার্সেলোনা। যার ফলে রিয়াল তাদের অঙ্কটা আরও বাড়িয়ে দেয়। তুর্কিশ এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে ১৮.৪ মিলিয়ন ডলার খরচ করে লস ব্লাঙ্কোসরা।

মূলত ২০২১-২২ মৌসুম থেকেই গুলেরকে অনুসরণ করছিল রিয়াল। চুক্তি সম্পন্ন মুখ্য ভূমিকা রাখেন রিয়ালে  স্কাউট প্রধান হুনি কালাফাত। এছাড়া কোচ কার্লো আনচেলত্তিও নিজের পরিকল্পনা গুলেরকে জানান। তিনি আশ্বস্ত করেন তাকে (গুলের) লোনে পাঠানো হবে না।

আজ সংবাদ সম্মেলনে গুলের বলেন, ‘আনচেলত্তি ফোন করে আমাকে রিয়াল যোগ দেওয়ার ব্যাপারে কথা বলেন। তিনি ইতোমধ্যেই সবকিছু বুঝিয়ে  দিয়েছেন আমি কোথায় খেলব। আনচেলত্তির প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে। তিনি বেশ কয়েকবার আমাকে ফোন করেছেন। ’

‘যখন রিয়াল মাদ্রিদ আমাকে ডাকে তখন বাকি অফারগুলো গুরুত্ব হারিয়ে ফেলে আমার কাছে। আমি কেবল রিয়ালেই খেলতে চেয়েছি। অনেক ক্লাব আমাকে চেয়েছিল, কিন্তু রিয়াল আমাকে বলেছিল আমি খেলার সুযোগ পাব। রিয়াল বিশ্বের সেরা ক্লাব। ক্রিস্টিয়ানো রোনালদো, গুতি, জিদান, ওজিল আমার আদর্শ। আমি এই ক্লাবের কিংবদন্তি হতে চাই। ’

তুর্কিশ ক্লাব ফেনেরবাহচের হয়ে গত মৌসুমে ৩৫ ম্যাচে ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেন গুলের। যদিও বার্সার পরিবর্তে রিয়ালকে বেছে নেওয়ায় ক্ষুব্ধ হয়েছে তার সদ্য সাবেক এই ক্লাব। তিনি যোগ দেওয়ায় মিডফিল্ড আরও শক্তিশালীই হলো রিয়ালের। দলবদলের এই মৌসুমেই জুড বেলিংহ্যাম বরুশিয়া ডর্টমুন্ড থেকে কিনেছে তারা। এছাড়া এদুয়ার্দ কামাভিঙ্গা, অরেলিয়ে চুয়োমেনি, টনি ক্রুস ও লুকা মদ্রিচরা তো আছেনই।


বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।