পিএসজি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার সম্পর্কটা কেমন? বর্তমান প্রেক্ষাপটের কথা বিবেচনা করলে অবশ্য মধুর বলার উপায় নেই। কেননা আগামী মৌসুমের পর ফরাসি ক্লাবটি থেকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই ফরোয়ার্ড।
মৌসুম যায়, মৌসুম আসে। কিন্তু পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন আর পূরণ হয় না। এমবাপ্পে তো বটেই নেইমার, লিওনেল মেসিকে নিয়েও ব্যর্থ হচ্ছে তারা। বরাবরের মতো এবারও গড়ছে তারকায় পরিপূর্ণ দল। কিন্তু মেসির পর এমবাপ্পেও যদি না থাকেন তাহলে চ্যাম্পিয়নস লিগ জেতার মতো সামর্থ্য তাদের থাকবে তো?
এনিয়ে অবশ্য শঙ্কা নেই পিএসজির সাবেক স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর। তার মতে, এমবাপ্পেকে ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব। সম্প্রতি পিএসজিকে নিয়ে এমবাপ্পের বেশ কিছু মন্তব্যে চটেছেন তিনি।
লিওনার্দো বলেন, ‘আমার মনে হয়, এমবাপ্পের চলে যাওয়ার সময় এসেছে। যা-ই ঘটুক না কেন, এটাই পিএসজির জন্য ভালো হবে। এমবাপ্পের আগেও পিএসজি ছিল, এমবাপ্পের পরেও পিএসজি থাকবে। সে প্যারিসে ছয় বছর থেকেছে। এই ছয় মৌসুমে পাঁচটি ভিন্ন ক্লাব চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কোনো দলেই তখন এমবাপ্পে ছিল না। এর মানে, তাকে ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জেতা পুরোদমে সম্ভব। ’
লিওনার্দো আরও বলেন, ‘গত দুই বছরে তার আচরণে এটা বোঝা গেছে, সে এখনো দল পরিচালনা করতে আসলেই সক্ষম নয়। সে অসাধারণ খেলোয়াড়, নেতা নয়। সে দুর্দান্ত গোলস্কোরার, কিন্তু সৃজনশীল নয়। তাকে কেন্দ্র করে একটি দল গঠন করা কঠিন। ’
কদিন আগে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, পিএসজির হয়ে খেলা তাকে খুব একটা সাহায্য করে না। এমনকি এই ক্লাবে থেকে ব্যালন ডি’অর জেতাও কঠিন। এই দলে ঐক্য নেই। এমন মন্তব্যের পর এমবাপ্পের ওপর ক্ষুব্ধ হয়েছেন পিএসজি সতীর্থরা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এএইচএস