ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

এক হাজার কোটি টাকায় স্ট্রাইকার কিনল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
এক হাজার কোটি টাকায় স্ট্রাইকার কিনল ইউনাইটেড

দলবদলের মৌসুমে আরও এক বড় চুক্তি করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৭২ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রাক এক হাজার কোটি টাকা) বিনিময়ে নতুন স্ট্রাইকার কিনেছে ইংলিশ ক্লাবটি।

নাম তার রাসমুস হইলুন। আজ আনুষ্ঠানিক চুক্তি সারে দুই পক্ষ।

সিরি’আয় পাঁচে থেকে গত মৌসুম শেষ করে আতালান্তা। সেই ইতালিয়ান ক্লাবটির হয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচে ১০ গোল করেন হইলুন। আপাতত একটি মৌসুম খেলেই  ইতালিয়ান ফুটবলকে বিদায় বলেছেন এই ড্যানিশ স্ট্রাইকার। রেড ডেভিলদের সঙ্গে তার চুক্তি পাঁচ বছরের। সঙ্গে এক বছর বাড়ানোর অপশনও আছে।

ইউনাইটেডে যোগ দিয়ে ২০ বছর বয়সী হইলুন বলেন, ‘এটা গোপন নয় যে, ছোটবেলা থেকেই আমি এই অসাধারণ ক্লাবের ভক্ত ছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে হাঁটার স্বপ্ন দেখেছিলাম আমি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত এবং ক্লাব আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। ’

চলতি দলবদলে এটি ইউনাইটেডের তৃতীয় সাইনিং। এর আগে চেলসি থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাসন মাউন্ট ও ৪৭.২ মিলিয়ন পাউন্ড দিয়ে ইন্টার মিলান থেকে গোলকিপার আন্দ্রে ওনানাকে দলে ভিড়িয়েছে তারা। আগামী ১৪ আগস্ট প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে ওলভসের বিপক্ষে নামবে এরিক টেন হাগের দল।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।