ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলের রাতে সেমিফাইনালে আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
রোনালদোর গোলের রাতে সেমিফাইনালে আল নাসর

শেষ মুহূর্তে গোল করে দলকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। এখানে এসেও পেলেন গোলের দেখা।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর প্রথমার্ধে গোল পান সতীর্থ সুলতান আল গান্নাম ও সেকো ফোফানাও। বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে আল নাসর কোয়ালিফাই করেছে সেমিফাইনালে।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ৩-১ ব্যবধানে মরোক্কান ক্লাব রাজা কাসাবলানসাকে হারায় আল নাসর। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইরাকের ক্লাব আল শরটা। গতকাল কাতারের ক্লাব আল সাদকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করে তারা।  

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। অপরদিকে রাজা কাসাবলানসাও কোনো দিক থেকে কম যায়নি। এরই মধ্যে সুযোগ খুঁজে নিল সৌদি ক্লাবটি। ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে গিয়ে পর্তুগিজ তারকাকে খুজে নেন তালিস্কা। বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।  

দশ মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন আল গান্নাম। মাঝমাঠ থেকে সতীর্থের উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্স থেকে দারুণ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৩৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফোফানা। বাঁ দিক থেকে বক্সে দারুণ এক ক্রস দেন ব্রাজিলিয়ান লেফটব্যাক আলেক্স তেলেস। সেই ক্রস হেডে জালে পাঠান ফোফানা।  

৪১তম মিনিটে আত্মঘাতী গোলে আল নাসরের সঙ্গে ব্যবধান কমায় রাজা। প্রতিপক্ষ ফুটবলারের লো ক্রস বক্সের মাঝখান থেকে সরিয়ে দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন সৌদি ক্লাবের ডিফেন্ডার মাদু। ৪৪তম মিনিটে সাদিও মানের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ব্রোজোভিচকে খুঁজে নেন রোনালদো। কিন্তু বল ঠিকঠাক শট নিতে ক্রোয়েশিয়ান এই ফুটবলার।  

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ চালায় আল নাসর। সমান তালে খেলতে থাকে রাজাও। তবে পরে আর কোনো গোল না হলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।  

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।