ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ আটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
শেষ আটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া। যদিও শেষ ষোলোর চৌকাঠ পেরোনোর পথটা দুই দল কাটিয়েছে দুইরকমভাবে।

সিডনি ফুটবল স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের জয় পায় অস্ট্রেলিয়া। তবে কাঠখড় পোড়াতে হয় ইংল্যান্ডকে। রুদ্ধশ্বাস ম্যাচে নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারায় ইউরো চ্যাম্পিয়নরা।

ব্রিসবেনে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত ৩০ মিনিটেও ব্যবধান থাকে অবিচ্ছিন্ন। শেষ পর্যন্ত তাই আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। প্রথম শটে পেনাল্টি মিস করে দুই দলই। কিন্তু দ্বিতীয় শটে নাইজেরিয়া মিস করলেও জালের দেখা পায় ইংল্যান্ড। এরপর ধারাবাহিকতা ধরে রাখে তারা।  
 
আগের বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বাদ পড়েছিল অস্ট্রেলিয়া। এবার অবশ্য নিজেদের মাটিতে তেমনটা হয়নি তাদের। ডেনমার্কের কাছে বল দখলে পিছিয়ে থাকলেও গোলের দেখা ঠিকই পেয়েছে। ২৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ক্যাইটলিন ফুর্ড। এরপর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হেইলি রাসো।

আগামীকাল শেষ ষোলো রাউন্ডের শেষ দিনে মুখোমুখি হবে কলম্বিয়া-জ্যামাইকা ও ফ্রান্স-মরক্কো।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।