ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করা রামোস এখন পিএসজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করা রামোস এখন পিএসজির

বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে প্রথমবার নামার সুযোগ পেয়েছিলেন তিনি, আর নেমেই দেখালেন চমক। সুইজারল্যান্ডের বিপক্ষে গনসালো রামোস হ্যাটট্রিক করে জেতালেন দলকে।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় করা এই হ্যাটট্রিকের মালিক এখন যোগ দিলেন পিএসজিতে।

তবে সরাসরি পর্তুগিজ এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে পারেননি ফরাসি জায়ান্টরা। চলতি মৌসুমের জন্য বেনফিকা থেকে ধারে তাকে দলে নিয়েছে তারা। ভবিষ্যতে পাকাপাকিভাবে থাকার অপশনও যুক্ত করা আছে চুক্তিতে। মূলত ফিনান্সিয়াল ফেয়ার প্লে সংক্রান্ত কারণে তাকে দলে স্থায়ীভাবে নিতে পারেনি বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যমগুলো।  

পিএসজিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রামোস। ২২ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘পিএসজিতে যোগ দিতে পারা আমার জন্য বিশাল গর্ব ও দারুণ খুশির ব্যাপার। অসাধারণ সব ফুটবলার নিয়ে বিশ্বের সেরা ক্লাবগুলির একটি পিএসজি। ’

বেনফিকার একাডেমিতেই বেড়ে ওঠা রামোসের। ২০২০ সালে মূল দলে হয় তার অভিষেক। ক্লাবটির হয়ে ১০৬ ম্যাচ খেলে ৪১ গোল করেন পর্তুগিজ এই স্ট্রাইকার, সহায়তা করেন ১৬টি গোলে। ক্যারিয়ারের দ্বিতীয় ক্লাব হিসেবেই যোগ দিয়েছেন পিএসজিতে।  

দেশের জার্সিতে রামোসের অভিষেক হয় বিশ্বকাপে। ক্রিস্টিয়ানো রোনালদোর বদলে খেলতে নেমেই করে বসেন হ্যাটট্রিক। সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ৬-১ গোলে জিতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। সেখানে গিয়ে অবশ্য মরক্কোর কাছে আসর থেকে বিদায় নিতে হয় তাদের।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।