আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামি শুরুতেই লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে চমক দেখায়। এরপর আরও দুই বার্সেলোনা লিজেন্ড সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে নিয়ে আসে।
জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে এই মৌসুমে চুক্তি পুরিয়েছে ইনিয়েস্তার। তাইতো তাকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালায় ইন্টার মায়ামি। দুই বছরের জন্য সাবেক এই বার্সেলোনা মিডফিল্ডারকে এনে মেসির সঙ্গে খেলানোর পরিকল্পনা করেছিল তারা। কিন্তু ইনিয়েস্তা যোগ দিচ্ছেন আরব আমিরাতের ক্লাব এমিরেটস ক্লাব এফসিতে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সাংবাদিক ফের্নান্দো পোলো এক টুইটে জানান, আগামী সোমবার দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেবেন ইনিয়েস্তা। সেখানেই এমিরেটস ক্লাব এফসির সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকছেন সাবেক এই বার্সা তারকা। সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর অপশনও রয়েছে।
আরব আমিরাত প্রো লিগে চলতি মাসের ১৯ তারিখ আল ওয়াসলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমিরেটস এফসির আগামী মৌসুম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
আরইউ