ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তার বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তার বাবা

সদ্যই ইনজুরি থেকে সেরে উঠেছেন। মুখিয়ে আছেন নতুন মৌসুমে মাঠ কাঁপাতে।

কিন্তু এর মধ্যেই গুঞ্জন উঠল পিএসজি ছাড়তে চান নেইমার। ক্লাবকে নাকি মৌখিকভাবে জানিয়েছেনও সেই কথা। তার পরবর্তী গন্তব্য হিসেবে ভাবা হচ্ছিল সাবেক ক্লাব বার্সেলোনাকে। কিন্তু ফরাসি সংবাদমাধ্যম লেকিপের এই খবর উড়িয়ে দিলেন নেইমারের বাবা নেইমার দা সিলভা সান্তোস। লেকিপকে রীতিমত ধুয়ে দেন তিনি।

নেইমারের বাবা বলেন, ‘যেটা ঘটেনি সেই খবর আমি নিশ্চিত করতে পারি না। লেকিপ হচ্ছে লেফেক (মিথ্যা)। তথ্যটা কোত্থেকে এসেছে, আসুন সেই উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করি। ’

লেকিপ জানায়, আসন্ন মৌসুমে পিএসজির হয়ে খেলার একদমই ইচ্ছে নেই নেইমারের। এমনকি ক্লাবের কিছু ভক্তও তার পারফরম্যান্সে খুশি নয়। গত মৌসুম শুরুর আগেও এমন খবর বের হয়েছিল পিএসজি নেইমারকে বিক্রি করে দিতে চায়। কিন্তু এমনটা হয়নি।

পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আবারও বার্সায় যাওয়ার গুঞ্জন উঠলেও তিনি কাতালান দলে নিজেকে মানিয়ে নিতে পারবেন না। এমনটাই মনে করেন জাভি হার্নান্দেজ।

বার্সা কোচ বলেন, ‘দেখুন একজন ব্যক্তি, একজন অসাধারণ খেলোয়াড়, একজন বন্ধু হিসেবে নেইমারকে আমি মান্য করি। কিন্তু সে আমাদের পরিকল্পনায় নেই। ’


বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।