ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেকে নির্দোষ দাবি কিরণের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
নিজেকে নির্দোষ দাবি কিরণের

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল লিগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (৯ আগস্ট) বুধবার দুদকের প্রধান কার্যালয়ে দুপুর সোয়া ১২টায় সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. ইয়াছির আরাফাত তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এরপর বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।  

কিরণের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছিল বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। তাদের অভিযোগ ছিল, ঢাকায় কিরণের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, একাধিক ফ্লাট রয়েছে এবং দেশের বাইরে অর্থপাচার সহ নারী ফুটবলের বিভিন্ন অনুদানের অর্থ আত্মসাৎ করেছেন এই বাফুফে কর্তা।

দুদকে যাওয়া প্রসঙ্গে কিরণ বলেন, ‘বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে। এর প্রেক্ষিতে আজ আমাকে ডাকা হয়েছিল। আমি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এসেছি। এফআইবি নামে আমাদের একটা কমিটি আছে। তারা কাগজপত্র পর্যালোচনা করে বেগম আনোয়ারা ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখানে আমার কোনও কিছু করার ছিল না। ’

‘আমি দুদকে সকল আর্থিক দলিল দিয়ে এসেছি। তারা আরও কিছু জানতে চাইলে বা আরও কিছু প্রয়োজন হলে আমি দিয়ে আসবো। এর আগেও আমাকে নিয়ে তদন্ত করা হয়েছিল। সেই তদন্তেও আমাকে নির্দোষ বলা হয়েছে,’ যোগ করেন তিনি। আগের মতো এবারের তদন্তেও তাকে নির্দোষ ঘোষণা করা হবে বলেই বিশ্বাস করেন কিরণ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।