ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গুঞ্জন উড়িয়ে দিলেন জামাল ভূঁইয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
গুঞ্জন উড়িয়ে দিলেন জামাল ভূঁইয়া

দলবদলের মৌসুম ‍শুরু হতেই দেশের অন্যতম সেরা তারকা জামাল ভূঁইয়াকে ঘিরে গুঞ্জন শুরু হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি।

তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শেখ রাসেলের তারকা জামাল নিজেই।

বেশ কিছু গনমাধ্যমে জামালের আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি সংবাদ প্রকাশিত হয়। বিভিন্ন গনমাধ্যম জামালের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন তিনি। তবে এসব খবরে বিব্রত জামাল নিজেই। ফলে ফেসবুবে স্ট্যাটাস দিয়ে সকল ধোঁয়াশা পরিস্কার করেন তিনি।

স্ট্যাটাসে জামাল বলেন, ‘আমি কোনও ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করিনি। প্রতিদিন আমি দেখি আমার বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তির কথা বলা হচ্ছে। বর্তমানে আমি পরিবারের সঙ্গে আমার ছুটি উপভোগ করছি। ’

বাংলাদে সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।