ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছুটি কাটিয়ে ফিরলেন কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
ছুটি কাটিয়ে ফিরলেন কাবরেরা

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফর‌ম্যান্স সকলের নজর কেড়েছে। হাভিয়ের কাবরেরার অধীনে দারুণ ছন্দে আছে বাংলাদেশ ফুটবল দল।

সাফের পর ছুটিতে ছিলেন বাংলাদেশ কোচ। ছুটি কাটিয়ে আজ (১০ আগস্ট) দেশে ফিরেছেন তিনি।

ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরেছিল ৩ জুলাই। আর হেড কোচ হ্যাভিয়ের ৭ জুলাই নিজ দেশ স্পেনের উদ্দেশে রওনা হন। ৩৩ দিনের লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন তিনি।  

ছুটি শেষে কাজে নেমে পড়তে হচ্ছে কাবরেরাকে। সেপ্টেম্বর উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের জন্য কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করতে হবে। ২০ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা।  

সেপ্টেম্বর-অক্টোবর বেশ ব্যস্ত সময় কাটবে কাবরেরার। সেপ্টেম্বরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেই চীনের উদ্দেশে রওনা হতে হবে এশিয়ান গেমসের জন্য। এশিয়ান গেমস থেকে ফিরেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ বাছাইপর্ব। ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপ ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে দুই লেগের বিশ্বকাপ বাছাইপর্ব।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।