ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক মৌসুমেই শেষ কেসিয়ের বার্সা অধ্যায়, যোগ দিলেন সৌদি ক্লাবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এক মৌসুমেই শেষ কেসিয়ের বার্সা অধ্যায়, যোগ দিলেন সৌদি ক্লাবে

অনেক আশা নিয়ে এসেছিলেন বার্সেলোনায়। চুক্তিও করেছিলেন চার বছরের লম্বা সময়ের জন্য।

কিন্তু এক মৌসুমেই দলকে বিদায় বলতে হলো ফ্রাঙ্ক কেসিয়েকে। সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিলেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।  

সৌদি প্রো লিগের ক্লাবটিতে কয়েকদিন আগে যোগ দিয়েছেন রিয়াদ মাহরেজের মতো তারকা। এর আগে রবের্ত ফিরমিনো ও এদুয়ার্দো মঁদিকেও দলে ভিড়িয়েছে তারা। এবার সেই দলের অংশ হলেন কেসিয়ে। এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে ১ কোটি ২৫ লাখ ইউরো খরচ করেছে আল আহলি।

গত মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন কেসিয়ে। যেখানে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। দলে এসে প্রাক-মৌসুমে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। এমনকি এল ক্লাসিকোতে গোল করে দলকে জিতিয়েছেনও। তবে জাভি হের্নান্দেসের একাদশে জায়গা পেতে ধুঁকেছেন। এবার একেবারে বিদায়ই নিয়ে নিলেন।  

কেসিয়ের ক্যারিয়ার শুরু হয় নিজ দেশের ক্লাবে। ২০১৫ সালে তিনি যোগ দেন আতালান্তায়। ক্লাবটি থেকে ধারে খেলেছেন চেজেনা ও এসি মিলানে। দুই মৌসুম ধারে মিলানে খেলার পর ২০১৯ সালে মিলান তাকে স্থায়ী চুক্তিতেই দলে নেয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।