ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে কায়সেদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে কায়সেদো!

ব্রিটিশ ফুটবলের দলবদল ইতিহাসে এমনটা আগে কখনো ঘটেনি। গত মৌসুমে ১০৬ মিলিয়ন পাউন্ডে আর্জেন্টাইন ফরোয়ার্ড এনসো ফার্নান্দেসকে দলে ভিড়িয়েছিল চেলসি।

কিন্তু সেই রেকর্ড টিকে থাকল না ৮ মাসও। নতুন ইতিহাস গড়ে ১১১ মিলিয়ন পাউন্ডে ব্রাইটন থেকে মোয়েসেস কায়সেদোকে কিনছে লিভারপুল।  

কায়সেদোর জন্য চড়া মূল্য দিতে হবে সেটা অনেকেই ভাবেননি। কিন্তু ব্রাইটন ইকুয়েডরের এই মিডফিল্ডারকে ১০০ মিলিয়নের কমে ছাড়তে নারাজ। চেলসির বেশ কয়েকবার টানাটানি করেছিল এনিয়ে। কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইয়ে মুখে হাসি ফুটবল লিভারপুল।

কায়সেদোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে অলরেড কোচ ইউর্গেন ক্লপ বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, কায়সেদোকে নিয়ে ব্রাইটনের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছি। আমরা এমন এক ক্লাব যাদের অফুরন্ত সম্বল নেই। আমরা আশা করিনি, এই গ্রীষ্মে জর্ডান হেন্ডারসন ও ফাবিনিও চলে যাবে। কিন্তু এটা হয়েছে। ’

আজ শুক্রবার লিভারপুল মেডিক্যাল করাতে যাবেন কায়সেদো। এরপর বাকিসব আনুষ্ঠানিকতা সারা হবে। ২০২১ সালে মাত্র সাড়ে ৪ মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। গত মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন তিনি।

এদিকে চলতি দলবদলেই ৪২ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাইটন থেকে আরেক মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তারকে দলে ভেড়ায় লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এএইচএস    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।