লিওনেল মেসির ছোঁয়ায় একপ্রকার বদলেই গেল ইন্টার মায়ামি। একসময় হারের বৃত্তে থাকা দলটি এখন ক্রমশই দেখা পাচ্ছে জয়ের।
বরাবরের মতো এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন মেসি। যদিও বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পাঁচ ম্যাচে এটি তার অষ্টম গোল। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। পেনাল্টি থেকে গোলটি করেন হোসেফ মার্তিনেস।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেলর। মেসি দলে আসার আগে ৫২ ম্যাচে মাত্র পাঁচ গোল ছিল এই ফরোয়ার্ডের। কিন্তু মেসি আসতেই বদলে যান তিনি। গত পাঁচ ম্যাচে চার গোল আসে তার কাছ থেকে।
ম্যাচের ৭৮ মিনিটে মায়ামিকে আত্মঘাতী গোল উপহার দেয় শার্লট। আজ মায়ামির খেলা গ্যালারিতে বসে উপভোগ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাকে হতাশ হয়ে ফিরতে দেননি মেসি। ৮৬ মিনিটে বক্সের ভেতর লেওনার্দো কাম্পানার ক্রসে প্রথম স্পর্শেই জালের ঠিকানা পেয়ে যান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঠুকে দেন শার্লটের কফিনে শেষ পেরেক।
দারুণ জয়ের পর ফাইনালে উঠার লড়াইয়ে আগামী ১৫ আগস্ট সেমিফাইনালে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এএইচএস