ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হালান্ডের জোড়া গোলে শুরু প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
হালান্ডের জোড়া গোলে শুরু প্রিমিয়ার লিগ

বিরতি কাটিয়ে নতুন মৌসুমের পথে পা দিয়েছে ইউরোপিয়ান লিগগুলো। গতকাল থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান।

প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা জয় দিয়ে করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আরলিং হালান্ডের জোড়া গোলে বার্নলিকে ৩-০ ব্যবধানে হারায় তারা।

গত মৌসুমে সিটির ট্রেবল জয়ের পথে একাই ৫২ গোল করেছিলেন হালান্ড। এবারও পারফরম্যান্সের সেই ধার ধরে রাখলেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। টার্ফ মুর স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে নতুন আসা বার্নলির বিপক্ষে সিটিকে এগিয়ে দেন তিনি। তার নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি সিটি।  

৩৬ মিনিটে হুলিয়ান আলভারেসের পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন হালান্ড। দুই গোলে পিছিয়ে থেকেও নিজেদের মাঠে শেষ পর্যন্ত লড়াই করেছে বার্নলি। কিন্তু ম্যান সিটির হাত থেকে কেড়ে নিতে পারেনি ম্যাচের নিয়ন্ত্রণ। ৭৫ মিনিটে জটলার মধ্য থেকে গোল করে ব্যবধান বাড়ান রদ্রি।

মৌসুমের শুরুতে দারুণ জয় পেলেও সিটির চিন্তার কারণ কেভিন ডি ব্রুইনা। আবারও সেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। যা তাকে মাঠের বাইরে ছিটকে দিতে পারে কিছু ম্যাচের জন্য।

এদিকে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রায়ো ভায়েকানো ও ভ্যালেন্সিয়া। আজ আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। লিগ ওয়ানে নিস ও লিলের মধ্যকার দিনের একমাত্র ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩

এএইচএস

 

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।