ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সৌদি লিগে অভিষেকেই ফিরমিনোর হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
সৌদি লিগে অভিষেকেই ফিরমিনোর হ্যাটট্রিক

সৌদি প্রো লিগে স্বপ্নের মতো অভিষেক হলো সাবেক লিভারপুল তারকা রবের্তো ফিরমিনোর। দারুণ জয় পেয়েছে তার দল আল আহলিও।

প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল হাজমকে ৩-১ গোলে হারায়। বুঝতে বাকি নেই প্রতিটি গোলই এসেছে ফিরমিনোর কাছ থেকে।  

গত মৌসুমে দ্বিতীয় স্তরের লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এবার মূল লিগে খেলার সুযোগ পায় আল-আহলি। আল-হাজমও তাদের মতো এবার প্রথম বিভাগ লিগ থেকে উঠে এসেছে । কিন্তু মৌসুমের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি আল হাজম।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই চোখ ধাঁধানো হেডে আল আহলিকে এগিয়ে দেন ফিরমিনো। দশম মিনিটে আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতির পর আল হাজম এক গোল শোধ দিলেও তা কেবল ব্যবধান কমায়।  

৭২ মিনিটে ফিরতি শটে হ্যাটট্রিক পূরণ করেন ফিরমিনো। চলতি মৌসুমেই লিভারপুল ছেড়ে আল আহলিতে যোগ দেন তিনি। শুধু তা-ই নয়, রিয়াদ মাহরেজ, এদুয়ার্দ মেন্দি, ফ্রাঙ্ক কেসিয়ের মতো তারকাদেরও দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি। লিগে ফিরমিনোদের পরের ম্যাচ ১৮ আগস্ট আল খালিজের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।