ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজির প্রথম ম্যাচের স্কোয়াডে নেই এমবাপ্পে-নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
পিএসজির প্রথম ম্যাচের স্কোয়াডে নেই এমবাপ্পে-নেইমার

ইনজুরিজনিত কোনো সমস্যা নেই। পুরোপুরি ফিটই আছেন তারা।

যদিও 'ভাইরাল সিন্ড্রোমে' ভুগছেন নেইমার।  কিন্তু দলের সবচেয়ে বড় তারকাদের বাদ দিয়েই লিগ ওয়ানে প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল পিএসজি। আজ বাংলাদেশ সময় রাত ১টায় লরিয়েঁর বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে খেলবেন না কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও মার্কো ভেরাত্তি।

মূলত এই তিনজনকেই দলবদলের বাজারে বিক্রি করে দিতে চায় পিএসজি। কিলিয়ান এমবাপ্পে বলেই দিয়েছেন আগামী মৌসুম পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি, করবেন না নতুন কোনো চুক্তি। পিএসজি বিশ্বাস করে ফ্রি এজেন্ট হিসেবে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তাই এমবাপ্পেকে বিনামূল্যে ছেড়ে না দিয়ে এবারই বিক্রি করে দিতে চায় ক্লাবটি।

নেইমার অবশ্য জানিয়েছেন, তিনি এই মৌসুমেই পিএসজি ছাড়তে চান। যদিও প্রথমে তা গুঞ্জন বলেই মনে হচ্ছিল। কিন্তু ফরাসি গণমাধ্যমের মতে, পিএসজিও তাকে রাখতে চায় না। প্রথম ম্যাচের স্কোয়াডে তার নাম না থাকায় সেটা আরও স্পষ্ট হয়ে গেল।

গত এক দশকে পিএসজির মিডফিল্ডে অন্যতম কাণ্ডারি ছিলেন ভেরাত্তি। তার সঙ্গে গত বছরই ২০২৬ পর্যন্ত চুক্তি করা হয়। কিন্তু তা শেষ হওয়ার আগেই এবারের দলবদলের বাজারে তাকে বিক্রি করার জন্য মুখিয়ে আছে পিএসজি।  

আজকের ম্যাচের জন্য ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন নতুন আসা গনসালো রামোস, মার্কো আসেনসিও ও লি কাং ইং। বার্সেলোনা থেকে এই মৌসুমেই যোগ দেওয়া ওসমান দেম্বেলেকে অবশ্য রাখা হয়নি।

লরিয়ে ম্যাচে পিএসজি স্কোয়াড: কেইলর নাভাস, আশরাফ হাকিমি, মানুয়েল উগারতে, মার্কিনিওস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ফাবিয়ান রুইস, গনসালো রামোস, মার্কো আসেনসিও, দানিলো পেরেরা, ভিতিনিয়া, লি কাং ইং, লুকাস হার্নান্দেস, চের নদুর, কার্লোস সোলের, লেভিন কুরসাওয়া, ওয়ারেন জের-এমেরি, ইসমাইল ঘারবি, মিলান স্ক্রিনিয়ার, হুগো একিতিকি ও আর্নাউ তেনাস।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।