ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

অবশেষে সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ উইঙ্গারের জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলো আল নাসর।

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে রোনালদোর  দল আল- হিলালকে ২-১ গোলে হারিয়েছে।  

দুই দলের বেশ কয়েকটি আক্রমণ ও প্রতি-আক্রমণ ব্যর্থ হলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। এরপর বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকেলের গোলে এগিয়ে যায় আল-হিলাল। মজার ব্যাপার হলো, গোল  করে রোনালদোর বিখ্যাত 'সিউউ'-এর অনুকরণে উদযাপন করেন মাইকেল।  

তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোে  হয়তো তার উদযাপন  নকল করাটা মানতে পারছিলেন না। ৭৪তম মিনিটে শোধ নেন তিনি। দারুণ গোলে ফেরান  সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে  দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।  

রোনালদোর এমন নায়কোচিত পারফরম্যান্স আরও বেশি প্রশংসার দাবিদার, কারণ তাকে অনেকটা সময় ৯ জনকে নিয়ে খেলতে হয়েছে। আব্দুলেলাহ আল-আমরি এবং নওয়াফ  বুশাল দুজনেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  

ক্যারিয়ারে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে অসংখ্য শিরোপা  জেতা রোনালদোর কাছে এবারের শিরোপাটি একেবারেই আলাদা। কারণ ইউরোপের ফুটবল ছাড়ার পর এটাই তার প্রথম শিরোপা।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩ 
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।