ব্রাইটনের মিডফিল্ডার মোয়েসেস কায়সেদোকে নিয়ে লিভারপুলের সঙ্গে রশি টানাটানিতে জয় হলো চেলসির। ইকুয়েডরের ২১ বছর বয়সী এই ফুটবলারকে চুক্তিবদ্ধ করার জন্য ১১৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ব্লুজরা।
গত শুক্রবার ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল লিভারপুল। কিন্তু কায়সেদো নিজে চেলসিতে যেতে আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত তার ইচ্ছেপূরণ করতেই আরও ৪ মিলিয়ন বেশি দিতে রাজি হয় ব্লুজরা। ব্রাইটন তাকে ছাড়তে রাজি হয়েছে বলেই জানিয়েছেন দলবদলের বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। খুব শিগগিরই তার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হবে। এরপর ৮ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন কায়সেদো। চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সুযোগও থাকছে।
গত মৌসুমে ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে আর্জেন্টাইন ফরোয়ার্ড এনসো ফার্নান্দেসকে দলে ভিড়িয়েছিল চেলসি। কিন্তু সেই রেকর্ড টিকে থাকল না ৮ মাসও। এবার নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙল লন্ডনের ক্লাবটি। ব্রাইটনকে তারা ১১৫ মিলিয়ন পাউন্ড দেবে। তবে এর সঙ্গে সেল-অন ক্লজও থাকবে।
এই গ্রীষ্মে কায়সেদোর জন্য ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি নির্ধারণ করেছিল ব্রাইটন। তারা ভেবেছিল এত বিপুল পরিমাণ অর্থ তরুণ এক ফুটবলারের জন্য খরচ করতে চাইবে না কোনো ক্লাব। কিন্তু শুরুতেই ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব নিয়ে মাঠে নেমে যায় চেলসি। এরপর আসরে নামে লিভারপুল। দুই ক্লাবের টানাটানিতে শেষ পর্যন্ত দর উঠে যায় ১০০ মিলিয়ন পাউন্ডের উপরে। যা শেষ পর্যন্ত থামলো ১১৫ মিলিয়নে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ইকুয়েডরের ক্লাব ইন্দেপেন্দিয়েন্তে থেকে ৪ মিলিয়ন পাউন্ডে কায়সেদোকে দলে ভিড়িয়েছিল ব্রাইটন। তবে ২০২২ সালের এপ্রিলের আগে তার প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি। এ বছর জানুয়ারিতেই তিনি ব্রাইটন ছাড়ার আবেদন জানিয়েছিলেন। তখন তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল। কিন্তু এর বদলে ব্রাইটনের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন তিনি, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
এই গ্রীষ্মে চেলসির অষ্টম সাইনিং হতে যাচ্ছেন কায়সেদো। নতুন কোচ মাওরিসিও পচেত্তিনোর চাহিদা অনুযায়ী দলকে ঢেলে সাজানো হচ্ছে। এর আগে আক্সেল দিসাসি, ক্রিস্টোফার এনকুকু, নিকোলাস জ্যাকসন, লেসলে উগোচুকউ, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল, রবর্ত সানচেজ এবং দিয়েগো মোরেরাকে দলে ভিড়িয়েছে চেলসি। নতুন দল নিয়ে মাঠেও নেমে গেছেন পচেত্তিনো। গতকাল লিগে নিজেদের প্রথম ম্যাচে তার দল ১-১ গোলে ড্র করেছে লিভারপুলের সঙ্গে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমএইচএম