ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমার খেলবেন সৌদিতে, আনুষ্ঠানিকভাবে জানাল আল হিলাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
নেইমার খেলবেন সৌদিতে, আনুষ্ঠানিকভাবে জানাল আল হিলাল

কয়েকদিন ধরেই খবরটি আসছিল। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল কাটিয়ে একরকম নিশ্চিতও হয়ে গিয়েছিল ব্যাপারটা।

নেইমার প্যারিস সেইন্ট জার্মেইঁ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার রাতে এলো সেটিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি। ’

নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন। ’

‘আমি কোনোদিনও ভুলবো না যেদিন প্রথম সে পিএসজিতে এসেছিল আর ক্লাবে ও গত ছয় বছর ধরে আমাদের প্রজেক্টে যা অবদান রেখেছে। আমাদের দারুণ স্মৃতি আছে। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আমি নেইমার ও তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ ও পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা রইলো। ’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে।

৩১ বছর বয়সী নেইমারকে খুব একটা দরকারি মনে করেননি পিএসজির নতুন কোচ লুইস এনরিকেও। তার অধীনে বার্সেলোনাতেও খেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে এনরিকে এবার চাইছেন, তরুণদের নিয়ে জয়ের জন্য ক্ষুদার্ত দল গড়তে; এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে।

স্কাই স্পোর্টস জানাচ্ছে, সৌদি আরবে বছরে প্রায় ১৩০ মিলিয়ন ইউরো আয় করবেন নেইমার। পিএসজির চেয়ে যেটি প্রায় ছয় গুণ বেশি। নেইমারকে দলে নেওয়া আল হিলাল এ মৌসুমে পিএসজির আরও দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিল। যদিও মেসি গেছেন ইন্টার মায়ামিতে আর এমবাপ্পে থাকছেন পিএসজিতেই।

বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।