ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শারজাহর বিপক্ষে লড়াই করে হারল বসুন্ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
শারজাহর বিপক্ষে লড়াই করে হারল বসুন্ধরা

শক্তিমত্তায় বাংলাদেশের কিংসের চেয়ে শারজাহ এফসি অনেক এগিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলায় তাদের বিপক্ষে লড়াই করে হেরেছে টানা চারবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

শক্তিমত্তায় এগিয়ে থাকা শারজাহ এফসিকে দীর্ঘ সময় আটকে রাখলেও শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরাকে।  

খেলার শুরুতে নিয়ন্ত্রণ ছিল শারজাহ’র। কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ত্রিশ মিনিটের মধ্যে দুর্দান্ত দু’টি সেভ করেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হলেও আবহাওয়ায় আর্দ্রতা অনেক। রেফারি মিনিট দু’য়েকের কুলিং ব্রেক দেন।  

কুলিং ব্রেক থেকে ফেরার পর কিংস কিছুটা খোলস থেকে বেরিয়ে আসে। ৩৩ মিনিটে প্রথম উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস। রবসন রবিনহোর কর্নারে দরিয়েলতনের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৩৭ মিনিটে মিগেল ফিগেইরোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সেলোনা-জুভেন্টাসের সাবেক তারকা মিরোলেম পিয়ানিচ।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৭ মিনিট) গোল হজম করে পিছিয়ে পরে বসুন্ধরা। কায়োর থ্রু বল থেকে বল পান পিয়ানিচ। তার কাটব্যাক থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লুয়ান পেরেরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় শারজাহ এএফসি।

বিরতির পর বসুন্ধরা গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৪৯ মিনিটে  দরিয়েলটনের পাসে মিগেলের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন। ৩ মিনিট পর মিগেলের পাসে ফাঁকায় দরিয়েলটন প্লেসিং করলেও গোলকিপার আবারও ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি। ৭০ মিনিটে পিয়ানিচের ফ্রি কিক জিকো ফিরিয়ে দেন। তবে পরের মিনিটে শারজা ব্যবধান দ্বিগুণ করে। সেলিমের ক্রসে পেরেরা লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। শেষের দিকে সোহেল রানা-ইব্রাহিমরা বদলি নেমেও দলের হার এড়াতে পারেনি। শারজাতে ম্যাচ হেরে বসুন্ধরাকে এখন এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে হবে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ মিনিট, ১৫ আগস্ট ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।