ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

ছুটতে থাকা ইংল্যান্ডের মেয়ার এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। বিরতির পর চমক দেখায় অস্ট্রেলিয়া।

স্যাম কারের গোলে মুখরিত হয় সিডনি স্টেডিয়াম। সেই সুখ অবশ্য বেশিক্ষণ থাকেনি। নির্ধারিত সময়ের আগে আরও দুই গোল দিয়ে মেয়েদের বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ইংলিশরা।  

আজ স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। ১৯৬৬ সালের পর এই প্রথম ছেলে কিংবা মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠল দেশটি। তাদের প্রতিপক্ষ আগের দিন সুইডেনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেন।

ম্যাচজুড়ে ধাপট দেখানো ইংল্যান্ড এগিয়ে যায় ৩৬তম মিনিটে। থ্রো-ইন থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে সুন্দর শটে লক্ষ্যভেদ করেন এলা টুনে। সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় অস্ট্রেলিয়াকে। ৬৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন স্যাম কার। ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।  

কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। ৭১তম মিনিটে ইংলিশদের এগিয়ে নেন লরেন হেম্প। অস্ট্রেলিয়া ডিফেন্ডারের ভুলে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে জাল খুঁজে পান তিনি। ৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান এলেসিয়া রুসো। মাঝমাঠ থেকে বল টেনে এনে হেম্প খুঁজে নেন তাকে। বল পেয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করতে ভুলেননি ইংলিশ স্ট্রাইকার।  

একই স্টেডিয়ামে আগামী রোববার (২০ আগস্ট) নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।