ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এএফসির প্লে অফ খেলতে সোমবার ভারত যাচ্ছে আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এএফসির প্লে অফ খেলতে সোমবার ভারত যাচ্ছে আবাহনী

সবশেষ এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার ম্যাচে ভারতের জায়ান্ট মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী লিমিটেড। এবারও প্লে অফ ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে।

 

আগামী ২২শে আগস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচকে সামনে রেখে ঢাকা আবাহনী আগামীকাল (২১ আগস্ট) সোমবার সকালে ভারতের কলকাতায় যাচ্ছে।  

আবাহনী এর আগে প্রিলিমিনারি রাউন্ডে সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ১-০ গোলে হারায়।  

ভারত সফর নিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘একটু আগে আমরা ভিসা পেয়েছি। কাল সকালে যাবো। আশা করছি সেখানে ভালো ফল করতে পারবো। ’

আবাহনীর দুই নাইজেরিয়ানসহ সকল ফুটবলারদের ভিসা হয়েছে। আবাহনীর কোচ মারিও লেমোস বলেছেন, ‘আমাদের দলটি ভালো অবস্থানে রয়েছে। সেখানে আরও আগে গেলে ভালো হতো। তবে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ’

প্লে অফ বাধা দূর হলেই আবাহনী উঠবে গ্রুপ পর্বে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।