ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের ম্যাচ সামনে রেখে শাটল সার্ভিস চালু করবে বসুন্ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
বাংলাদেশের ম্যাচ সামনে রেখে শাটল সার্ভিস চালু করবে বসুন্ধরা

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হতে যাচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু।

এখানে প্রতি ম্যাচেই গ্যালারিভর্তি দর্শক থাকে। বাংলাদেশের ম্যাচেও যেন গ্যালারিতে দর্শক উপস্থিতিতে কোনও বিঘ্ন না থাকে তা নিশ্চিত করতে শাটল সার্ভিস চালু করছে বসুন্ধরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের খেলাগুলো ঢাকার বাইরে আয়োজিত হচ্ছিল। গ্যালারিতে তেমন দর্শক উপস্থিতি ছিল না। বসুন্ধরা কিংস অ্যারেনা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আবারও ঢাকায় খেলা ফিরছে।  

মাঠে দর্শকের ভূমিকা অনেক বলেই জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান তিনি বলেন,  ‘যেকোনো খেলায় দর্শকরাই প্রাণ। বিশেষ করে নিজস্ব মাঠে গ্যালারি পরিপূর্ণ অবস্থায় খেলতে পারলে ফুটবলারদের জন্য বাড়তি উদ্দীপনা দিয়ে থাকে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই গ্যালারিতে দর্শক পরিপূর্ণ থাকবে বলে আমরা আশাবাদী। ’ 

দুই ম্যাচে দর্শকদের জন্য শাটল সার্ভিস ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন,  ‘বসুন্ধরা আবাসিক এলাকার তিনটি মূল প্রবেশ পথেই আমরা স্টেডিয়াম পর্যন্ত শাটল সার্ভিস চালু রাখবো। খেলার দিনগুলোতে দর্শকদের আসা যাওয়ার জন্য এই সার্ভিস চালু থাকবে। ’

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।