এএফসি কাপের গ্রুপ পর্বের খেলায় ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্লে-অফ রাউন্ডে বাংলাদেশের ক্লাব আবাহনীকে হারিয়ে গ্রুপ পর্বে যায়গা করে নিয়েছে ভারতের ক্লাবটি।
কিংসের গ্রুপের বাদি দুই প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া এবং ভারতের আরেক ক্লাব উড়িশ্যা। প্রথমবারের মতো বাংলাদেশের কোনও ক্লাব নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলতে যাচ্ছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বসুন্ধরা কিংস একটি ম্যাচ খেলবে মোহনবাগানের মাঠে। অন্য ম্যাচটি খেলবে নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায়।
বাংলাদেশের ফুটবল অঙ্গনে পা রেখেই সব হিসাব-নিকাশ বদলে দিতে শুরু করেছে বসুন্ধরা কিংস। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ক্লাবটি অভিষেকেই হ্যাটট্রিক লিগ শিরোপা জিতে নিজেদের যোগ্যতার জানান দিয়েছিল। এবার টানা চতুর্থ শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে ২০১৮ সালে ঘরোয়া শীর্ষ লিগে যাত্রা শুরু করা দলটি।
মাঠের ফুটবলে পরিবর্তন আনার পাশাপাশি অবকাঠামোও বদলে দিচ্ছে বসুন্ধরা। তাদের নিজস্ব স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনায় আছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। এ বছর আন্তর্জাতিক ইভেন্ট এএফসি কাপ আয়োজনের জন্যও প্রস্তুত স্টেডিয়ামটি। এছাড়া বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে এই মাঠের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটতে চলেছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এআর/আরইউ