ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৩২ ধাপ এগিয়ে আফগানিস্তান, তবু র‍্যাংকিং নিয়ে ভাবছেন না কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
৩২ ধাপ এগিয়ে আফগানিস্তান, তবু র‍্যাংকিং নিয়ে ভাবছেন না কাবরেরা

দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ফুটবল দল। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩২ ধাপ এগিয়ে তারা।

তবু র‍্যাংকিং নিয়ে ভাবছেন না বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা।  

ফিফার হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৮৯তম স্থানে; সেখানে আফগানদের অবস্থান ১৫৭-এ। বড় এই পার্থক্য নিয়ে আজ (২৮ আগস্ট) কথা বলেছেন কাবরেরা।  বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শেষে তিনি বলেন, ‘আফগানিস্তান র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। তবে আমি এটা নিয়ে ভাবছি না। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো। ’ 

আফগানিস্তানের বিপক্ষে ভিন্ন রণকৌশলে খেলবেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি বলেন, ‘আমরা সবসময়ই প্রতিপক্ষের কথা মাথায় রেখে নিজেদের পরিকল্পনা সাজাই। আফগানিস্তানের বিপক্ষে তাদের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। তাদের শক্তি-দূর্বলতার কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছি। তবে নিজেদের মূল খেলার ধরনটা অবশ্যই বজায় থাকবে। ’

আগামী ৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এরপর ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।