‘ফুটবল ফর হেলথ’- এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের জন্য নতুন একাডেমি খুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন এই একাডেমির নাম বাফুফে ফুটবল একাডেমি।
মূলত (অনাবাসিক) শিক্ষার্থীদের নিয়ে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রশিক্ষণ করবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বুধবার (৩০ আগস্ট) মতিঝিলের বাফুফে ভবনে এই কর্মসূচি ঘোষণা করেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক।
তিনি বলেন, ‘ফুটবলই মূলত আমার দায়িত্ব। অনেক বাচ্চারাই ফুটবল শিখতে চায়, কিন্তু সুযোগ পায় না। আমাদের এই একাডেমি সবার জন্য উন্মুক্ত। এখানে যদি ভালো মেধাবী কাউকে পাওয়া যায় এবং পরিবার আগ্রহী থাকলে সে এলিট একাডেমিতে সুযোগ পাবে। ’
এই একাডেমিতে দুটি ক্যাটাগরিতে ফুটবলাররা ভর্তি হতে পারবেন। গ্রুপ-ওয়ান ক্যাটাগরিতে (৮ থেকে ১১ বছর) ও গ্রুপ-টু ক্যাটাগরিতে ১১ থেকে ১৪ বছরের ছেলেরা প্রশিক্ষণ নিতে পারবেন। দুটি ক্যাটাগরিতে ৪০ জন করে মোট ৮০ ফুটবলারকে প্রশিক্ষণ দিবে বাফুফে। সেক্ষেত্রে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে এখানে প্রশিক্ষণ দেবে বাফুফে।
প্রাথমিকভাবে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বিকেল এবং শুক্র-শনিবার সকালে দেড় ঘন্টা অনুশীলন করাবে বাফুফে। স্থান নির্ধারণ করা হয়েছে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ ও কমলাপুর স্টেডিয়াম।
এদিকে আজই দুই জন ফুটবলার ভর্তি হয়েছেন বাফুফের ফুটবল একাডেমিতে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১৬ সেপ্টেম্বর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাফুফের ফুটবল একাডেমির শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমএইচএম