আগামী মাসে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। আসরটি খেলতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ দল।
বুধবার বিষয়টি নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপ ও পাকিস্তানের ফ্লাইট সমস্যায় রয়েছে। তারা ১ তারিখের আগে পৌঁছাতে পারছে না। এজন্য অনেকটা বাধ্য হয়েই টুর্নামেন্ট একদিন দেরিতে শুরু করে পরবর্তী ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ’
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপপর্বে ন্যূনতম রানার্স-আপ হলে সেমিফাইনাল খেলবে ৮ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ সময় : ২৩০৬ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০২৩
এআর/এমএইচবি