ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসি, দুই ঘণ্টায় শেষ টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসি, দুই ঘণ্টায় শেষ টিকিট বিক্রি

লিওনেল মেসির খেলা দেখতে চায় না; এমন লোক আর্জেন্টিনায় পাওয়া মুশকিল। বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন গত বছরই।

কেউ কেউ ভেবেছিলেন এরপরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তিনি। কিন্তু না, চ্যাম্পিয়ন তকমায় খেলে যেতে চান আরও কিছুদিন। সেই ধারাবাহিকতায় আগামী বিশ্বকাপ বাছাইপর্বের দলেও জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।

ঘরের মাঠে মেসির খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় কে! তাই তো আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের সব টিকিট মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। গতকালই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এরপরই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা টিকিট ছাড়া হয় অনলাইনে। দুই ঘণ্টা পর যারা টিকিটের খোঁজে ছিলেন তাদের হতাশ হতে হয়েছে।  

৩২ সদস্যের ঘোষিত দলে অনূর্ধ্ব-২৩ দলের চার ফুটবলারকে ডেকেছেন স্কালোনি। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি গেরোনিমো রুইয়ি, মার্কোস আকুইনা ও পাওলো দিবালার। এছাড়া বাদ পড়েছেন লো সেলসো ও আলেহান্দ্রো গোমেস।

এসেইসায় লিওনেল মেসি স্পোর্টস কমপ্লেক্সে আগামী সোমবার ক্যাম্প শুরু করবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে। এরপর ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় বলিভিয়ার বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬২৫ মিটার উঁচুতে অবস্থিত লা পাজ স্টেডিয়ামে হবে ম্যাচটি।  

আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক:
ফ্রাঙ্কো আরমানি, ওয়ালতার বেনিতেস, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লুকাস এসকিভেল, হুয়ান ফয়েত, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, গেরমান পেসেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুনানোতে, রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, এজেকেল পালাসিওস, লেয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, ব্রুনো সাপেয়ি।  
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস, লুকাস বেলত্রান, আনহেল কোরেয়া, আনহেল দি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি, আলান ভেলাস্কো।


বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।