ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহর জন্য সৌদি ক্লাবের ১৫০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
সালাহর জন্য সৌদি ক্লাবের ১৫০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকার বেশি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ। কিন্তু আকাশছোঁয়া এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সালাহর ক্লাব লিভারপুল।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'বিবিসি' জানিয়েছে, শুরুতে সালাহর জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে অর্থের পরিমাণ দাঁড়াতো ১৫০ মিলিয়নে। কিন্তু লিভারপুল সাফ 'না' করে দিয়েছে। এমনকি সালাহকে বিক্রি করা হবে না বলেও নিশ্চিত করে দিয়েছে ইংলিশ জায়ান্টরা।

সালাহকে পেতে বেশ আটঘাট বেঁধেই নেমেছিল আল-ইত্তিহাদ। এজন্য বিপুল পরিমাণ অর্থ খরচে রাজি ছিল সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটি। কয়েক দফা প্রস্তাব দিলেও কাজ হচ্ছিল না। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ক'দিন আগেই সোজাসাপ্টা বলে দেন, সালাহ 'বিক্রির জন্য নয়'। এবার তাই আল-ইত্তিহাদের দেড়শ মিলিয়নের প্রস্তাবেও রাজি হলো না অলরেডরা।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে পাড়ি জমান সালাহ। এরপর এই ক্লাবের প্রায় সমার্থক হয়ে উঠেন এই ফরোয়ার্ড। অলরেডদের জার্সিতে জেতেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপা। গত বছর লিভারপুলের সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেন সালাহ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।