ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হার দিয়ে জুনিয়র সাফ শুরু বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
হার দিয়ে জুনিয়র সাফ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৬ সাফের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আজ (২ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ অ-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারত ১-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে।

 

প্রথমার্ধে ভালোই লড়াই করছিল বাংলাদেশ। বল পায়ে রেখে ভারতের আক্রমণভাগে কিছুটা চাপ সৃষ্টি করে। কিন্তু গোল পায়নি। বিরতির পর এক ভুলে সর্বনাশ।

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে তাই হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে  উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেনি। বিরতির ঠিক আগে মনে হচ্ছিল বাংলাদেশের অনুকূলে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। তবে কুলিং ব্রেকের পর ফ্রি কিকের সিদ্ধান্ত হয়। তা থেকে সুযোগ কাজে লাগানো যায়নি।

৫৩ মিনিটে বাংলাদেশের একজনের প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে যায়। এরপর ভারতের আধিপত্য। ৭৩ মিনিটে স্যামশনের ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ঐ যাত্রায় বঞ্চিত হলেও কয়েক মিনিট পরেই গোল পায়। এই গোলের পেছনে অবশ্য বাংলাদেশের ডিফেন্ডারদের খানিকটা দায় রয়েছে। ভারতের ফরোয়ার্ডরা পেছন থেকে দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নেয় বক্সে। এরপর গোলরক্ষককে পরাস্ত করতে বেশি কষ্ট হয়নি ভারতীয় ফরোয়ার্ডদের।  

ম্যাচের শেষ দশ মিনিট বাংলাদেশে গোল করার অনেক চেষ্টা করেছে। বিশেষ করে ইনজুরি সময়ের পাঁচ মিনিট বেশ চেপে ধরেছিল ভারতকে। টানা দুইটি কর্নার আদায় করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।  

গ্রুপপর্বের প্রথম ম্যাচ হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।