ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হালান্ডের হ্যাটট্রিকে সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
হালান্ডের হ্যাটট্রিকে সিটির বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে ম্যানচেস্টার সিটি। চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে তারা।

আজ ফুলহ্যামকে হারিয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন আরলিং হালান্ড। চলতি মৌসুমে একমাত্র ক্লাব হিসেবে টানা জয়ের ধারা ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যায় সিটি। কিন্তু দুই মিনিট পরই সমতায় ফেরে ফুলহ্যাম। তবে বিরতির আগেই আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ফিল ফোডেনের পাস থেকে দারুণ হেডে জালের ঠিকানা খুঁজে নেন নাথান আকে।

বিরতির পর বিধ্বংসী রূপে ধরা দেন হালান্ড। ৫৮ মিনিটে নিজের প্রথম গোলটি পেয়ে যান এই ফরোয়ার্ড। ৬৮ মিনিটে আলভারেস ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। ম্যাচের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। মৌসুমে এটি তার ষষ্ঠ গোল।  

দিনের অপর খেলায় বড় জয় পেয়েছে টটেনহামও। বার্নলিকে ৫-২ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছে সন হিউং মিন। প্রতিপক্ষের মাঠে টটেনহাম জিতলেও হেরেছে চেলসি। তাদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।