রেকর্ডটি অনেকদিন ধরেই নিজেদের দখলে রেখেছেন। এখন কেবলই তা বাড়িয়ে নেওয়ার পালা।
এই তিনটি জয়েই বড় অবদান রেখেছেন রোনালদো। হ্যাটট্রিক, জোড়া গোলের পর গতকালকের ম্যাচে একটি গোলসহ দুটি অ্যাসিস্ট করেন তিনি। তার পাস থেকেই আল নাসরের হয়ে গোলের খাতা খোলেন আব্দুলরহমান ঘারিব। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল্লাহ আল খাইবারি।
দ্বিতীয়ার্ধে আল হাজম এক গোল শোধ দিলেও রোনালদোর পাস থেকে আল নাসরের ব্যবধান বাড়ান ওতাপিও। ৬৮ মিনিটে বক্সের ভেতর থেকে সহজ শটে স্কোরশিটে নাম লেখান রোনালদো। আল নাসরের হয়ে ৩০ ম্যাচে এটি তার ২৬তম গোল। আল নাসরের হয়ে বাকি গোলটি করেন সাদিও মানে।
জয়ের পর টুইটারে রোনালদো লেখেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর। ৮৫০তম ক্যারিয়ার গোল এবং আরও আসছে। ’
পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে আল নাসর।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এএইচএস