ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিও তাতে ঘুচিয়ে ফেলেন তার ক্যারিয়ারে সবচেয়ে বড় অপূর্ণতা।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। উত্তেজনায় ঠাঁসা সেই ম্যাচ টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে পা রাখে তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। যেখানে আর্জেন্টিনার হয়ে একটি করে অ্যাসিস্ট ও গোল করেন মেসি। গোলের পর ডাগআউটে থাকা ডাচ কোচ ফন গালকে উদ্দেশ্য করে দুই কানে হাত দিয়ে উদযাপন করেন এই ফরোয়ার্ড।
সেই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে ডাচ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, 'আমি এটা নিয়ে সত্যিই বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন আর্জেন্টিনা কীভাবে গোলগুলো পেয়েছিল এবং আমরা কীভাবে পেয়েছিলাম তখনই বুঝে যাবেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল এবং শাস্তি পায়নি। তারপর আমার মনে হয়েছে এই ম্যাচটা পূর্ব পরিকল্পিত ছিল। '
এরপর ফন গালকে সাংবাদিক জিজ্ঞেস করেন, ’আপনি কী বুঝাতে চাচ্ছেন? ’ জবাবে সাবেক ডাচ কোচ, ’আমি যা বলেছি তাতেই বুঝে যাওয়ার কথা। মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, হ্যাঁ। ’
যদিও ফন গালের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, ’তিনি যা ইচ্ছা বলতে পারেন। এটা অবশ্যই তার ব্যাক্তিগত মতামত। সবারই নিজস্ব মতামত থাকতে পারে। আমি তার সঙ্গে একমত নই। ’
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এএইচএস