ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

মূলত ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতাতেই প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি বাংলাদেশের। তবে ভুল শুধরে নিয়ে আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলের আক্রমণে অন্যতম ভরসা রাকিব।

আজ (০৫ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের পরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাকিব। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমারা বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিলাম। তবে আমাদের কিছু ভুল ছিল যার কারণে গোলের দেখা মেলেনি। তবে আগামী ম্যাচে আমরা ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী। ’

আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন রাকিব। তিনি বলেন, ‘কোচ এবং দলের কোচিং স্টাফরা আগের ম্যাচের ভিডিও বিশ্লেষন করে দেখিয়েছেন। আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করছি। আগামী ম্যাচে ভুল শুধরে এগিয়ে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।