ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেপালের হারে সেমিতে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
নেপালের হারে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বুধবার) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-নেপাল।

সেখানে নেপালের ১-০ গোলের পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

ভুটানে চলতি সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর হারিয়েছিল নেপালকে। যে কারণে ভারত ও নেপালের ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য।

আজ (বুধবার) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে 'এ' গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে। পরপর দুই ম্যাচ হেরে নেপাল বিদায় নিলে বাংলাদেশের জন্য খুলে যায় সেমিফাইনালের দরজা। ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ উঠে যেতো সেমিফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ জিতে পাকিস্তান 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।