আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ড্র করেছে বাংলাদেশে। র্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে এই ফলাফলে সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের যাচাই করে নেয়া। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি। আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি। এখন আমাদের মূল লক্ষ্য মালদ্বীপকে হারিয়ে পরের রাউন্ডে স্থান করে নেওয়া। ’
আজ ম্যাচে মাঠের খেলার পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে ডাগআউটেও। বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরি দেখেছেন লাল কার্ড। এছাড়াও আরও সাতটি হলুদ কার্ড দেখেছেন দুই দলের ফুটবলাররা। জামালের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। এসব নিয়ে আক্ষেপ নেই বলে জানিয়েছেন কাবরেরা।
তিনি বলেন, ‘এগুলো সব কিছুই সবাই দেখেছে। মাঠে কী হয়েছে। আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। সকলেই দেখেছেন, এটা তারাই বিবেচনা করবেন। ’
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এআর/এএইচএস