ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেনের গোল উৎসবের রাতে ইয়ামালের জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
স্পেনের গোল উৎসবের রাতে ইয়ামালের জোড়া রেকর্ড

২০২৪ ইউরোর বাছাইপর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্পেন। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

সেই সঙ্গে জোড়া রেকর্ডেও নাম লিখিয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।

জর্জিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৭-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে দানি ওলমোর বদলি হিসেবে নামেন ইয়ামাল। মাঠে নামার সময় ইয়ামালের বয়স ছিল ১৬ বছর ৫৭ দিন। স্পেনের জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড এখন তার দখলে।  

মাঠে নামার পর থেকেই ম্যাচে প্রভাব ফেলতে শুরু করেন ইয়ামাল। ৭৪তম মিনিটে সতীর্থের ক্রসে স্পেনের সপ্তম গোলটি করে আরেক রেকর্ড গড়েন তিনি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন এই তরুণ। গত এপ্রিলে বার্সার জার্সিতে লা লিগায় অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও তার দখলেই যায়। বার্সার শেষ তিন ম্যাচের একাদশে ছিলেন তিনি। আর ভিয়ারিয়ালের বিপক্ষে হন ম্যাচসেরাও।

২০২১ সালে স্পেনের জার্সিতে অভিষেকেই গোল করার সময় বার্সার আরেক খেলোয়াড় গাভির বয়স ছিল ১৭ বছর ৬২ মাস। তারও আগে ২০২০ সালে ১৭ বছর ৩১১ দিন বয়সে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছিলেন আনসু ফাতি। মজার ব্যাপার হচ্ছে, তিনজনই বার্সার খেলোয়াড় তৈরির খামার 'লা মাসিয়া' থেকে ওঠে এসেছেন।

ইয়ামালের এমন জোড়া রেকর্ড গড়ার ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক ও ফরোয়ার্ড আলভারো মোরাতা। গোল উৎসবের শুরুটাও করেন তিনিই। ওলমো ও নিকো উইলিয়ামস করেছেন ১টি করে গোল। বাকি গোলটি নিজেদের জালে জড়িয়ে স্পেনকে উপহার দিয়েছেন জর্জিয়ার এক খেলোয়াড়।

এ নিয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দুইয়ে উঠে এলো স্পেন। একই গ্রুপের আরেক দল স্কটল্যান্ড ৩-০ গোলে সাইপ্রাসকে হারিয়েছে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটিশরা।

অন্যদিকে 'জে' গ্রুপে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে আছে পর্তুগাল। একমাত্র গোলটি করে নিজের জন্মদিন রাঙান মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।  

ব্রুনোর দারুণ এক পাসে রোনালদোর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করার হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে পর্তুগালের অধিনায়ক। তবে ৫ ম্যাচের সবগুলো জিতে গ্রুপের শীর্ষে আছে তার দল।

'ডি' গ্রুপের ম্যাচে লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রোয়েশিয়া। জোড়া গোল করেছেন দলটির তারকা ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিচ। একটি অ্যাসস্টেও নাম লিখিয়েছেন তিনি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ক্রোয়াটরা। অন্য ম্যাচে আর্মেনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা তুরস্ক ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।