ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষ গোলরক্ষককে ফাউল করে এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
প্রতিপক্ষ গোলরক্ষককে ফাউল করে এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

উয়েফা ইউরোর বাছাইপর্বে স্লোভাকিয়ার বক্সে গিয়ে ফাউল করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো। বলের উদ্দেশে তিনি পা বাড়ালেও সেটি গিয়ে লাগে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে।

যিনি আগেই বল নিজের আয়ত্তে নিয়ে ফেলেছেন।  

এই ঘটনায় লাল কার্ড দেখার খুব কাছেই ছিলেন পর্তুগিজ তারকা। তবে ভিএআর দেখেও রেফারি সেটি করেননি। তবে নামের পাশে ঠিকই হলুদ কার্ড যোগ হয় রোনালদোর। এই নিয়ে বাছাইপর্বে তিনটি হলুদ কার্ডের কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি। অর্থাৎ, লাল কার্ড না দেখলেও নিষিদ্ধ হতে হচ্ছে তাকে।  

ম্যাচটি অবশ্য ১-০ ব্যবধানে জয়লাভ করে পর্তুগাল। একমাত্র গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। ৪৩তম মিনিটে বের্নান্দো সিলভার সহায়তায় এই গোল পান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। এই নিয়ে আসরের পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়ায় ১৫ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষেই রয়েছে রবের্ত মার্তিনেজের দল।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।