ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার অধিনায়কত্ব পেয়ে ‘আবেগী’ হয়ে পড়েছিলেন দি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
আর্জেন্টিনার অধিনায়কত্ব পেয়ে ‘আবেগী’ হয়ে পড়েছিলেন দি মারিয়া

আর্জেন্টিনার হয়ে তো আর কম স্মরণীয় মুহূর্ত নেই আনহেল দি মারিয়ার। অলিম্পিক থেকে শুরু, এরপর কোপা আমেরিকা, ফিনালেসিমা এমনকি বিশ্বকাপও জিতেছেন আলবিসেলেস্তদের হয়ে।

প্রায় প্রতিটির ফাইনালে তার গোলও আছে। দি মারিয়া তাই আর্জেন্টিনার ইতিহাস সেরাদেরই একজন।  

তবুও তার জন্য নিশ্চয়ই আলাদা হয়ে থাকবে আর্জেন্টিনার অধিনায়কত্ব করা। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৮৯তম মিনিটে বদলি হন মেসি। যাওয়ার সময় তিনি আর্মব্যান্ডটা পরিয়ে দিয়ে যান দি মারিয়াকে। এরপর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মেসির অনুপুস্থিতিতে নেতৃত্বটা পুরোপুরিই ছিল দি মারিয়ার কাঁধে।  

ম্যাচের পর এ অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যিটা হচ্ছে এটা খুব সুন্দর ও আবেগী মুহূর্ত ছিল। ব্যাপারটা বেশি অনুভব করেছি আগের ম্যাচে যখন মেসি আর্মব্যান্ডটা পরিয়ে দিলো। কারণ পৃথিবীর সেরা খেলোয়াড়ের কাছ থেকে আর্মব্যান্ড পাওয়া খুবই ইউনিক একটা ব্যাপার। ’ 

‘বিশ্বের সেরা খেলোয়াড় যখন আপনার হাতে আর্মব্যান্ড পরিয়ে দেবে, এই অনুভূতি আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আমি খুবই গর্বিত। আমরা এটা নিয়ে (বলিভিয়া ম্যাচে অধিনায়কত্ব) কথা বলিনি কারণ জানতাম না মেসি খেলবে কি না। নির্ভর করছিল ও কেমন আছে তার ওপর। শেষদিন অবধি চেষ্টা করেছে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। ঝুঁকি নেওয়াটা ঠিক হতো না। ’

বলিভিয়ার বিপক্ষে মেসিকে ছাড়াই ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে জোড়া অ্যাসিস্টও করেছেন অধিনায়ক মারিয়া। লা পাজ স্টেডিয়ামের উচ্চতা নিয়ে আগে বেশ আলোচনা হয়েছিল। সমুদৃপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উচ্চতার স্টেডিয়ামে বেশ স্বাচ্ছন্দ্যেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

এ ম্যাচ নিয়ে দি মারিয়া বলেন, ‘আমরা একটা পারফেক্ট ম্যাচ খেলেছি, কোনো ভুল করিনি। তারাও কোনো গোল করতে পারেনি, যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেভাবেই খেলতে পেরেছি। আমরা যতবার গোল করি, এটা গুরুত্বপূর্ণ। উচ্চতা আপনি অনুভব করবেন কিন্তু এটা আসলে মানসিক ব্যাপারের বেশি কিছু না। ’

বাংলাদেশ সময় : ১১১৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।