আগের ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছিল বাংলাদেশ দল। আসরে টিকে থাকলে হলে পরের অর্থ্যা ভুটানের বিপক্ষে ম্যাচে জয় দরকার ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
শনিবার কাঠমান্ডুতে ভুটানে কাছে ৪-৩ গোলে হেরেছে রাশেদ আহমেদের শিষ্যরা। আজকের ম্যাচে খেলার ৩ মিনিটে রুবেল শেখ ও ৩০ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ (২-০)। এতেই জয়ের সম্ভবনা জাগিয়ে ছিল লাল-সবুজ জার্সিধারীরা। এগিয়ে থেকে খেলার ৩২ মিনিটে নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে বাংলাদেশ দল। জিগমির গোলে ব্যবধান কমান ভুটান (২-১)।
প্রথমার্ধের শেষ দিকে খেলার (৪৫+৩) মিনিটে কিনজাংতেনজিন গোলে সমতা ফিরিয়ে বিরতিতে যায় ভুটান (২-২)। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলার ৫৫ মিনিটে রাজু আহমেদের গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ (৩-২)।
এগিয়ে থেকে আক্রমণের ধার বাড়াতে গিয়ে নিজেদের রক্ষণভাগ ছেড়ে আসে বাংলাদেশি যুবারা। আর এই সুযোগে কাজে লাগিয়ে খেলার ৬৮ মিনিটে নিজের জোড়া ও দলীয় তৃতীয় গোলটি করে ভুটানকে সমতায় ফেরান জিগমি (৩-৩)। খেলার ৮৪ মিনিটে রিনজিন দর্জির গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে ভুটান। এতেই বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন নষ্ট হয়।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এআর/আরইউ