এশিয়ান গেমসে প্রথম দুইটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নেপালের মুখোমুখি হয়েছিল সাবিনারা।
বৃহস্পতিবার চীনের ওয়েনঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
ম্যাচের শুরুই থেকে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। ৪০তম মিনিটে নেপালের প্রীতির হেড রুপনা চাকমার গ্রিপে জমা পড়লে তাদের গোল পাওয়া হয়নি। তবে বিরতির ঠিক এক মিনিট আগে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪তম মিনিটে তহুরার পাসে বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে অধিনায়ক সাবিনার জোরালো শট গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়েছে জালে।
পরের মিনিটে নেপালের আমিশা খারকির জোরালো শট গোলকিপার রুপনা প্রতিহত করে দলকে এগিয়ে রাখেন। বিরতির পর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে আরও। খেলার ৮৩তম মিনিটে নেপাল সমতায় ফেরে। বাকি সময়ে গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এআর/আরইউ