বসুন্ধরা কিংসের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পরীক্ষিত এই গোলরক্ষককে ছাড়াই আজ ওড়িশা এএফসির বিপক্ষে মাঠে নামবে কিংসরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ইতোমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হলেও এই প্রথম ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হচ্ছে। নিজের মাঠে আন্তর্জাতিক অভিষেকটা জয় দিয়েই রাঙ্গাতে চাইবেন কিংসরা।
জিকো ছাড়াও এই ম্যাচে দলের বাইরে থাকতে হচ্ছে তরুন ফুটবলার শেখ মোরসালিনকেও। ইনজুরি থেকে দলে ফিরেছেন মিগেল দামাসেনা।
এএফসি কাপের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করা বসুন্ধরার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় নিয়ে আসরে ভালোভাবে টিকে থাকতে চায় তারা। অন্যদিকে হার দিয়ে আসরে যাত্রা শুরু করেছে ওড়িশাও। তারাও চাইবে নিজেদের সেরাটা দিতে। তবে ঘরের মাঠে ফেভারিট তকমা গায়ে মেখেই মাটে নামছে কিংস।
বসুন্ধরা কিংস স্কোয়াড: মিগেল দামাসেনা, দোরিয়েলতন, রবসন রবিনহো, বিশ্বনাথ ঘোষ, রাকিব হোসেন, মো. সাদ উদ্দিন, চার্লস দিদিয়ের, মো. মেহেদি হাসান (গোলরক্ষক), তারিক কাজি, ববুরবেক, আসরর গফুরভ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এআর/আরইউ