ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছুটছেন রোনালদো, ছুটছে আল নাসরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ছুটছেন রোনালদো, ছুটছে আল নাসরও

আল নাসরের জয়রথ ছুটছেই। এএফসি চ্যাম্পিয়নস গতকাল পিছিয়ে পড়েও তাজিক ক্লাব এফসি ইস্তিকলোলকে ৩-১ গোলে হারায় তারা।

যার ফলে টানা ১০ ম্যাচ জয় তুলে নিল সৌদি ক্লাবটি।  

ঘরের মাঠে প্রথমার্ধে দাপটই দেখায় আল নাসর। কিন্তু তা সত্ত্বেও বিরতির একদম আগমুহূর্তে গিয়ে গোল হজম করে বসে তারা। দ্বিতীয়ার্ধে তাদের সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এনিয়ে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৬৬ মিনিটে গোলমুখে শট নিয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও ফিরতি শটে ঠিক গোলরক্ষক পরাস্ত করেন তিনি।

এরপর আন্দারসন তালিসকার জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। চ্যাম্পিয়নস লিগে এনিয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে তারা।

এদিকে, একই দিনে স্থগিত হয়েছে ইরানি ক্লাব সেফাহান এফসি ও সৌদি ক্লাব আল ইত্তিহাদের মধ্যকার ম্যাচটি। ইরানের নাগশে জাহান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা। কিন্তু মাঠে প্রবেশের পথে নিহত ইরানিয়ান জেনারেল কাসেম সোলেমানির ভাস্কর্য থাকায় ড্রেসিংরুম থেকে বের হতে অস্বীকৃতি জানায় আল ইত্তিহাদ। তাই এক বিবৃতির মাধ্যমে ম্যাচটি স্থগিত ঘোষণা করে এএফসি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এএইচএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।