ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

রদ্রিগো-বেলিংহ্যামের গোলে রিয়ালের তিনে তিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
রদ্রিগো-বেলিংহ্যামের গোলে রিয়ালের তিনে তিন

চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে দলকে আরও এগিয়ে নেন জুডে বেলিংহ্যাম।

কিছুক্ষণ পর ব্যবধান কমালেও হার রুখতে পারেনি পর্তুগিজ ক্লাবটি। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রক্ষণভাগ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আক্রমণে মনোযোগ দেওয়া রিয়াল এগিয়ে যায ষষ্ঠদশ মিনিটেই। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস থেকে গোলটি করেন রদ্রিগো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরী করলেও আর গোল করা হয়নি তাদের।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। ভিনিসিয়ুসের চমৎকার পাস পেয়ে বক্সের মুখ থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড। লাফিয়েও ঠেকাতে পারেনি ব্রাগা গোলরক্ষক। কিছুক্ষণ পর ব্যবধান কমায় পর্তুগিজ ক্লাবটি। বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিয়ালো।

তিন ম্যাচের সবগুলো জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রিয়াল। আরেক ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারানো নাপোলি ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।