ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রবসন-মোরসালিনকে ছাড়াই মাঠে নামছে কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, নভেম্বর ২৭, ২০২৩
রবসন-মোরসালিনকে ছাড়াই মাঠে নামছে কিংস

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে কিছুক্ষণ পরেই মাঠে নামবে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া।

গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে দলের বাইরে থাকতে হচ্ছে দলের সেরা তারকা রবসন রবিনহোকে। তার সঙ্গে মাঠের বাইরে থাকতে হচ্ছে চার্লস দিদিয়েরকেও।

একাদশে নেই তরুণ তারকা শেখ মোরসালিনও। চার ম্যাচে দুই জয়, একটি করে ড্র ও হারে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়েও দুইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। মুখোমুখি সাক্ষাতে কিংস এগিয়ে থাকায় চূঁড়ায় বসেছে। পরের রাউন্ডে যেতে হলে বাকি দুই ম্যাচই জিততে হবে বসুন্ধরা কিংসকে।

আজ মাজিয়াকে হারাতে পারলে এবং ১১ ডিসেম্বর ওড়িশ্যার বিপক্ষে জিতলেও নিশ্চিত হয়ে যাবে পরের রাউন্ড।

একনজরে বসুন্ধরা কিংস একাদশ:

  • গোলরক্ষক: মেহেদি হাসান শ্রাবণ
  • রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তারিক কাজী ও বাবুরবেক
  • মধ্যমাঠ: মিগেল ফিগেইরা, সোহেল রানা ও আসরোফ গফুরোভ।
  • আক্রমণ: দরিয়েলতন গোমেজ, এমফন উদো ও রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।