ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সকে বড় ব্যবধানে হারাল আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
ব্রাদার্সকে বড় ব্যবধানে হারাল আবাহনী

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের কাছে ৫-০ গোলে হেরেছিল ব্রাদার্স ইউনিয়ন। এবার ফেডারেশন কাপেও বড় ব্যবধানে হারল গোপিবাগের দলটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ব্রাদার্সকে ৬-০ গোলে হারিয়েছে আবাহনী।  

দলের হয়ে হ্যাটট্রিক করেছেন ওয়াশিংটন। এছাড়া জোড়া গোল করেছেন কর্নেলিয়াস  এবং অন্য গোলটি করেন নাবীব নেওয়াজ জীবন।  বসুন্ধরা কিংস অ্যারেনাতে আন্দ্রেস ক্রুসিয়ানির আবাহনী ম্যাচ শুরুর ১৫ মিনিটে এগিয়ে যায়। ওয়াশিংটনের বা প্রান্তের ক্রসে বক্সের ভেতরে ডিফেন্ডার ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। জীবন ফাঁকায় বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি। ১৫ মিনিট পর ম্যাচের ব্যবধান দ্বিগুণ হয়। এবার গোলদাতা ওয়াশিংটন। ৩৫ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধ ২-০ স্কোরলাইনে শেষ হয়।

বিরতির পর আবাহনীর একের পর এক চেষ্টা একবার গোলকিপার তো আবার রক্ষণে এসে বাধা পেয়েছে। ৫৬ মিনিটে কর্নেলিয়াসের শট গোলকিপার মজনু মিয়া হাত দিয়ে গোল হতে দেননি। এটা গ্রেনাডার স্ট্রাইকারের পঞ্চম শট ছিল।

৭০ মিনিট পর্যন্ত ব্রাদার্স কোনও মতে রক্ষণ আগলে রাখে। তবে পরের মিনিট বন্যা বয়ে গেছে গোলের। এই অর্ধে এসেছে আরও চার গোল! অর্থাৎ ৭১ মিনিটে আবারও গোলের খাতা উন্মুক্ত করে আবাহনী। এক ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে ওয়াশিংটন একাই বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে তৃতীয় গোলে দলকে এগিয়ে নিয়েছেন। দুই মিনিট পর জোনাথনের গড়ানো ফ্রি-কিক থেকে রবিউলের জোরালো শট এক ডিফেন্ডার ঠিকমতো ফেরাতে পারেননি। তাতে পোস্টের সামনে থেকে ওয়াশিংটন আলতো টোকায় মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।

৮২ মিনিটে গ্রানাডার ফরোয়ার্ড কর্নেলিয়াস ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন। ৮৬ মিনিটে কর্নেলিয়াস আরেকটি গোল করেন। ওয়াশিংটনের পাসে কর্নেলিয়াস বাঁ পায়ের ব্যাকহিলে দারুণ লক্ষ্যভেদ করে ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।