ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অসাধারণ গোলে রিয়ালকে জেতালেন মদ্রিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
অসাধারণ গোলে রিয়ালকে জেতালেন মদ্রিচ

কোচ কার্লো আনচেলত্তি এখন তাকে নিয়মিত একাদশে রাখেন না। তবু বদলি হিসেবে নেমে ৩৮ বছর বয়সী লুকা মদ্রিচ তার ছাপ রেখে যাচ্ছেন নিয়মিত।

গতকাল তার দারুণ গোলে ভর করেই সেভিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাব্যুতে প্রায় আড়াই বছর পর ফেরেন সের্গিও রামোস। একটা লম্বা সময় এখানেই কাটিয়েছেন তিনি। আজ খেলা শেষে সমর্থকদের অভিবাদন পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন সেভিয়ার ডিফেন্ডার।

খেলায় রিয়ালকে ৮১ মিনিট পর্যন্ত আটকে রেখেছিলেন রামোসরা। কিন্তু বক্সের বাইরে দেখে মদ্রিচের বুলেট গতির শটে পরাস্ত হতেই হলো তাদের।  

গোলটি নিয়ে মদ্রিচ বলেন, 'প্রতিদিন, দিনের পর দিন অনেক অনেক অনুশীলন করেই এটা রপ্ত করতে হয়। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দূর থেকে গোলে শট অনুশীলন করতে দেখে থাকবেন আমাকে। ফুটবলে চেষ্টা করে যেতেই হবে, গোলে শট নিতে হবে। সেটিই আমি করেছি আজকে এবং বল ভেতরে গিয়েছে। ' 

২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৫৭ পয়েন্টে দুয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬, আছে তিনে।   

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।