ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘পকেট’-এ বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
‘পকেট’-এ বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচের টিকিট

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি লেগে আগামী ২৬ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় হবে ম্যাচটি।

এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে চারটি বেসরকারি ব্যাংকে। সেই সঙ্গে ম্যাচের টিকিট পাওয়া যাবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিসের ডিজিটাল পেমেন্ট সেবাদানকারী ই-ওয়ালেট ‘পকেট’- এ।

এর আগে বসুন্ধরা কিংসের কিট স্পন্সর হয়েছে এই প্রতিষ্ঠানটি। চলতি মৌসুমের শুরু থেকেই কিংসের জার্সিতে শোভা পাচ্ছে ‘পকেট’। দেশে ও দেশের বাইরে নিজেদের প্রচারণার জন্য বসুন্ধরা কিংসকেই বেছে নিয়েছে তারা। এবার সেই ই-ওয়ালেটে পাওয়া যাবে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচের টিকিটও।

গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে কাটতে পারবেন টিকিট। ২৬ মার্চ বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ফিরতি লেগের এই ম্যাচ। প্রথম লেগে ৫-০ গোলে হেরে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে ইতিবাচক নৈপুণ্যের আশা করছে হাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।